ইসলামপুর প্রতিনিধি : জাতীয় পার্টি থেকে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে জেলা জাতীয় পার্টির সর্বসম্মত সিদ্ধান্তে একক প্রার্থী হিসাবে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জিল্লুর রহমান বিপু।
জানাগেছে, ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জিল্লুর রহমান বিপু রবিবার বিকালে পার্টির কেন্দ্রিয় কার্যালয়ে গিয়ে দলীয় মনোনয়ন পত্র ক্রয় করে পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ এর নিকট জমা দিয়েছেন। ওই সময় ইসলামপুর উপজেলা ও জামালপুর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইতোমধ্যে জামালপুর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ জামালপুর-২ ইসলামপুর আসনে প্রতিদ্বদ্বিতা করার জন্য জিল্লুর রহমান বিপুকেই লাঙ্গল মার্কার প্রার্থী হিসাবে সর্বসম্মত সিদ্ধান্ত প্রদান করেছেন বলে জানাগেছে। তিনি এ আসনের একক প্রার্থী হিসাবে দীর্ঘদিন যাবত ইসলামপুরে জাতীয় পার্টির সকল স্তরের সাংগঠনিক কাঠামো সুসংগঠিত করার পাশাপাশি উপজেলার সর্বত্র ব্যাপক গনসংযোগ অব্যাহত রেখেছেন।
