শ্যামলবাংলা স্পোর্টস : ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুখস্মৃতি নিয়ে আজ ২৫ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় এবারের আসরের চূড়ান্ত পর্বের ম্যাচ খেলতে মাঠে নামছে টাইগাররা। সেবার ওয়েস্ট ইন্ডিজকে অনেকটা উড়িয়ে দিয়ে বিজয়ী হয়েছিল আশরাফুল-আফতাবের বাংলাদেশ। এবার টাইগার দলে আছেন সাকিব-মুশফিক-মাশরাফি-তামিমরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ও এশিয়া কাপের ব্যর্থতায় টাইগার ক্রিকেট নিয়ে বেশ সমালোচনা হয়। টি-টোয়েন্টির বাছাই পর্বে আফগানিস্তান ও নেপালকে উড়িয়ে দিয়ে ফের নিজেদের জাত সমালোচকদের মনে করিয়ে দিয়েছেন সাকিব-মাশরাফিরা। তবে হংকংয়ের বিরুদ্ধে হারলেও চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় মুখ খোলা হয়নি নিন্দুকদের। আলোচনা-সমালোচনা যাই হোক, দেশের মানুষের ক্রিকেটীয় আবেগের প্রতি অকৃত্রিম ভালোবাসা ধরে রেখে মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
নিজেদের দিনে যেকোন দলকে হারানো সম্ভব- সোমবার সংবাদ সম্মেলনে এমন কথাই বললেন টাইগার দলপতি মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজ দলে গেইল-নারাইন-স্যামুয়েল-ব্রাভোরা যেমন রয়েছেন, তেমনি বাংলাদেশ দলেও রয়েছেন সাকিব-মুশফিক-তামিম-মাশরাফিরা। তার মতে, বড় দলের কাছে আমাদের হারানোর তেমন কিছু নেই। বরং ওইসব দলই আমাদের নিয়ে বেশি বেশি চিন্তা করবে এবং আমাদের মাঠে তারা নিজেরাই চাপে থাকবে। আমরা ভিন্ন ভিন্ন উইকেটে খেলছি। তবে এখানে ১৬০ রান করতে পারলে আমাদের বোলাররা যে কোন দলকে আটকে রাখতে পারবে। টিমে ম্যাচ উইনার খেলোয়াড় নেই এমনটা একদমই না। আমাদের গেইল বা বিরাট কোহলি না থাকলেও সবাই মিলে ম্যাচ বের করে আনার সামর্থ্য রয়েছে।
নিজেদের প্রস্তুতি সম্পর্কে মুশফিকুর বললেন, হংকংয়ের বিরুদ্ধে ম্যাচের পর বাংলাদেশ দল কঠোর অনুশীলন আর টেকনিক্যালি উন্নতি এবং বাজে শট সিলেকশনের উপর বেশ কাজ করেছে। দলে যারা ভাল পারফর্ম করছে না তারা ১-২টা ম্যাচ ভাল খেলতে পারলেই ফর্মে ফিরতে পারবে বলে মনে করি। মাশরাফিকে ফিট রাখার চেষ্টা করছি। কারণ তার মত খেলোয়াড় দলের জন্য গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সোহাগ গাজীর ভাল রেকর্ড রয়েছে। জিয়াউর রহমান ভাল করতে পারেন দলে এসে। অলরাউন্ড পারফর্মে জিয়ার ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে।
মুশফিকুর-সাকিবদের আশার বাণীর সঙ্গে ২০০৭ বিশ্বকাপের সুখস্মৃতি, পাশাপাশি লাখো-কোটি ক্রিকেটপ্রেমীর করজোড় প্রার্থনায় এখন টাইগার দলের সমর্থকরা বুকে স্বপ্ন বাঁধতেই পারেন।
