এম লুৎফর রহমান , নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান এন.কে.এম হাইস্কুল এন্ড হোমসের ছাত্রী তাছনিম আন্আম্ রাইসা এবারও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় শিশু-কিশোর ইসলামি সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে।
গত ১০ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পদক ও সনদপত্র গ্রহন করে। উলেখ্য প্রতিভাময়ী এই শিশু শিল্পী এ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে চার বার পদক ও সনদপত্র গ্রহণ করে।
২০১১ সালে গানে গানে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। একই বছর ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত শিশু কিশোর ইসলামি সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন, ২০১২ সালে গানে গানে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে প্রথম এবং ২০১৩ সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত শিশু কিশোর প্রতিযোগিতায় ইসলামী সংগীতে প্রথম স্থান অর্জন করে ৪র্থ বারের মতো প্রধানমন্ত্রীর হাত থেকে পদক ও সনদপত্র গ্রহন করে।
রাইসা চলতি বছর বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় নজরুল সংগীতে ১ম স্থান লাভ করে এবং মাননীয় জাতীয় সংসদ স্পীকার ড. শিরিন শারমিন চৌধূরীর হাত থেকে স্বর্নপদক গ্রহণ করে। এ বছর ই রাইসা মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজ প্রতিযোগিতায় অংশ নেয় এবং দেশের বিভিন্ন অঞ্চলের মোট ৫৬,০০০ অংশগ্রহণকারী প্রতিযোগীর মধ্যে থেকে ফাইনালে সেরা পাঁচ এ স্থান করে নেয়।
রাইসা ২০১১ সালে ভারতীয় চ্যানেল রূপসী বাংলার আমন্ত্রনে কলকাতায় সিংগিংস্টার রিয়েলিটি শোতে অংশ নিয়ে হট পারফরমার খেতাব পেয়ে রেডিও মিরছি এর পক্ষ থেকে সম্মাননা পদক লাভ করে।
প্রতিভাময়ী এই শিশু শিল্পী স্থানীয় নীলাম্বরী ললিতকলা একাডেমী আয়োজিত বার্ষিক শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় ২০০৯,২০১০ ও ২০১২ সালে ০৩ বার চ্যাম্পিয়ন হয়ে তিনবারই স্বর্নপদক লাভ করে। পরে নীলাম্বরী ললিতকলা একাডেমী আয়োজিত স্থানীয় শিল্পকলা একডেমীতে আনুষ্ঠানিকভাবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু জেলার শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসাবে রাইসাকে সম্মাননা পদক প্রদান করেন।
ছোট বেলা থেকে লেখাপড়ার পাশাপাশি গান ও আবৃত্তি করতে পছন্দ নিয়ে বেড়ে উঠে নরসিংদীর বর্তমান সময়ের সকলের জনপ্রিয় এই শিশু শিল্পী। স্কুলের পরীক্ষায় বরাবর তার ভাল ফলাফল। পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে রাইসা।
পাঁচ বছর বয়স পার না হতেই নানা বাসস প্রতিনিধি মোঃ আবু তাহের, পিতা ব্রাহ্মন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মুহাম্মদ খায়রুল আন্আম্্ এবং মা তাছমিনা ইয়াছমিন রুনার অনুপ্রেরনায় সংগীত জগতে প্রবেশ করে রাইসা এবং নরসিংদীর সংগীত শিক্ষক চিত্রা বিশ্বাস, সেতারা বেগম ও মোঃ মতিউর রহমান চৌধূরীর নিকট সংগীতে তালিম নেয়। পাশাপাশি নরসিংদী শিশু একাডেমী, শিল্পকলা একাডেমী ও নজরুল একাডেমীতে ভর্তি হয়। বর্তমানে সংগীত শিক্ষা শুরু আসাদুজ্জামান আসাদের নিকট সে ০৭ বছর যাবৎ তালিম নিয়ে সংগীতের জগতে এগিয়ে যায় রাইসা। ২০০৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকীতে শিশু একাডেমী আয়োজিত অনুষ্ঠানে নিজ হাতে হারমোনিয়াম বাজিয়ে “ মুজিব বাইয়া যাওরে ” গানের মধ্যে দিয়ে স্টেজে গানের অধ্যায় শুরু হয়েছিল এই ক্ষুদে গায়িকার। এই অনুষ্ঠানে প্রাপ্ত জীবনের প্রথম পুরস্কার ৫টি বই যা এখনো সযত্মে রেখে দিয়েছে রাইসা। সেই পুরষ্কারের উৎসাহেই পরবর্তী পথ চলা আরো সহজ হয়ে যায় এই ক্ষুদে শিল্পীর।