মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রকাশ্যে ধুমপান করায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম ৩ ধুমপায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড দিয়েছেন। ২৫ নভেম্বর সোমবার বেলা ১১ টার সময় ওই ঘটনা ঘটে।
জানা যায়, মেহেরপুর গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের মৃত আজিবারের ছেলে মো. কুদ্দুস (৪৮) এবং কোদালকাটি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে হাসানুজ্জামান (৩৩) ও একই গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে জাহিদুল ইসলাম (৩১) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রকাশ্যে ধুমপান করছিলো। ওই সময় নির্বাহী মাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ১শ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।
