পিরোজপুর প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই এর প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে ১৮ দলের নেতাকর্মীরা। ২৫ নভেম্বর সোমবার রাতে জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শহরের মসজিদ মোড়ে পৌছালে পুলিশী বাধা বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় ও পুলিশকে লক্ষ করে ইট ছুড়তে থাকে। এ সময় পুলিশ মিছিল ছত্র ভঙ্গ করতে শর্টগানের গুলি ছুড়ে। ওই সময় মিছিলকারীরা শহরের রাস্তায় কয়েকটি মোটর সাইকেল, রিক্সা ও দোকাটপাটে ভাংচুর চালায়। মিছিলকারীদের নিয়ন্ত্রন করতে গেলে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে পুলিশ ৫০ রাউন্ড গুলি চালায়। সংর্ঘষ চলাকালে বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে ও পুলিশের লাঠিচার্জে সাংবাদিকসহ বিএনপি-জামায়াতের ১১ জন নেতা-কর্মী আহত হয়। শহরজুড়ে এখনও দফায় দফায় সংঘর্ষ অব্যাহত রয়েছে।