জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, সরকার একক নির্বাচন করতেই সংলাপের মুলা ঝুলিয়ে রেখেছে। পাতানো নির্বাচনে এরশাদের জাপাকে ট্রামকার্ড হিসেবে ব্যবহার করছে সরকার। দেশবাসী হাসিনা ও এরশাদের কর্মকান্ডে ধিক্কার জানাচ্ছে। সরকারের কোন ষড়যন্ত্রই এখন দেশবাসীর কাছে স্পষ্ট নয়। ১৮দলকে বাইরে রেখে নির্বাচন করার চেষ্টা করলে সরকারকে করুন পরিনতি ভোগ করতে হবে। এখনো সময় আছে নির্দলীয় সরকার ঘোষনা করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। অন্যথায় জনগনই সকল দলের অংশ গ্রহনে সুষ্ঠু নির্বাচনের পথ বের করে নেবে। রোববার দিনব্যাপী দোয়ারার নরসিংপুর ইউনিয়নের বালিউরা বাজার, নরসিংপুর বাজার, চাইরগাঁও বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গ্রাম মার্চ ও গণসংযোগ শেষে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে নাছিমপুর বাজারে বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নরসিংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লয়লুছ খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার শাহজাহান চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আব্দুল মছব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মানিক মাস্টার, সাংগঠনিক সম্পাদক হেলাল মিয়া, সহ-সভাপতি মুহিবুর রহমান, আমান উলাহ, শামছুল ইসলাম, ছাতক উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান সুহেল, দোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, নুর আলী ইমরান, ছাতক পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান ভূইয়া, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, দোয়ারা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খুরশেদ আলম, প্রচার সম্পাদক এইচএম কামাল, ছাত্র বিষয়ক সম্পাদক অলিউর রহমান, উপজেলা যুবদলের সভাপতি জাকির হোসেন। বক্তব্য রাখেন, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাবির, সুরমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহমদ রাহাত, পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান, বিএনপি নেতা জমির আলী, চান্দ আলী, ডাঃ আবুল কালাম, আব্দুল গফুর, ইউসুফ আলী, দোয়ারা উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন আকুল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মুরশেদ আলম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সহ-সভাপতি জহির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী, আশরাফুল আলম জুয়েল, ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ মুনসুর আলী, দোয়ারা উপজেলা যুবদল নেতা মকবুল হোসেন, তৈয়ব আলী রতন, সিলেট মহানগর ছাত্রদল নেতা বশিরুজ্জামান নোবেল, দোয়ারা যুবদল নেতা জামাল উদ্দিন, এরশাদুল হক লাল, আলিম উদ্দিন, রশিদ আহমদ, খোকন আহমদ, লেবাছ আহমদ, আব্দুস ছাত্তার, ইব্রাহিম আলী মনর, আব্দুল জলিল, মনোয়ার হোসেন, হেলাল আহমদ, মনফর আলী, রুকন আহমদ, ইন্তাজ আলী, কছির আলী, সুন্দর আলী, দোয়ারা উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, যুগ্ম আহবায়ক সুমন পাশা, কামাল হোসেন, উপজেলা তারেক পরিষদের সভাপতি এরশাদুর রহমান, সাধারণ সম্পাদক মনির মিয়া, তারেক পরিষদ নেতা রেজাউল আলী, নুরুল হক, ফরাশ উদ্দিন, আব্দুল হামিদ, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মফিজ উদ্দিন, যুগ্ম আহবায়ক আমিন উদ্দিন, মাহফুজুর রহমান প্রমুখ।
