আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার বিকাল সন্ধ্যার দিকে উপজেলার কাজিহাট তেল পাম্প এলাকায় ওই দূর্ঘটনাটি ঘটে। জানা গেছে, উপজেলার কাজিরহাট তেল পাম্প এলাকায় সাতক্ষীরাগামী গরু বোঝাই একটি আলমসাধুর রড ভেঙ্গে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় আলমসাধুর যাত্রী গরু ব্যবসায়ী তালা উপজেলার বিশুকাটি গ্রামের মান্নাদার খার ছেলে আরশাদ আলী খা (৪৫) নিহত হন। দূর্ঘটনায় ফারুক(৪৫), গফুর(৬০), কাশেম(৫৫) ও মোজাম(৬৫) আহত হয়। পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
