ভোলা সংবাদদাতা : ভোলার বাংলাবাজারে যাত্রীবাহী বাসের চাপায় সুজন (১১) নামের সরকারী শিশু সদন (এতিম খানা) এর ছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টা ৩০মিনিটে ভোলা-চরফ্যাশন সড়কে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনাস্থলে বিক্ষুব্ধ জনতা ওই সড়ক অবরোধ করে একটি বাস ও ব্যাটারী চালিত দু’টি অটোরিক্সা ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ভোলা সদরের সাথে ৬ উপজেলার বাস চলাচল বন্ধ রয়েছে। সুজন স্থানীয় এতিম খানায় থাকতো। সে ফাতেমা খানম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, চরফ্যাশন থেকে ভোলাগামী যাত্রীবাহী বাস সৌদিয়া এন্টারপ্রাইজ বাংলাবাজার এলাকার পুলিশ ফাঁড়ির কাছাকাছি এসে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী সুজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সুজন মারা যায়। এ ঘটনায় আহত হয় অপর এক স্কুল ছাত্র। তার নাম জানা যায়নি। তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপুরে বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পুলিশ বাস ও বাসের চালককে আটক করার চেষ্টা করছে।
বাস মালিক সমিতির সদস্য কিশোর দত্ত জানান, বেলা দুইটা থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।