মেহের আমজাদ, মেহেরপুর : জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মহফিল করেছে মেহেরপুর শহর আওয়ামী লীগ। ৩রা নভেম্বর রবিবার সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে ওই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাড ইয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল হালিম, শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আক্কাস আলী, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম প্রমুখ। পরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন। এসময় জাতীয় ৪ নেতার আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালনসহ বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।