নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান নিবার্চনে আওয়ামী লীগ প্রার্থী বাছাইয়ে তৃনমূল নেতাকর্মীদের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ২২ ফেব্রুয়ারি শনিবার বিকেলে অনুষ্ঠিত ওই ভোটে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোকছেদুর রহমান লেবু ১শ ৫৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. হালিম উকিল ও সাধারন সম্পাদক মোকছেদুর রহমান লেবু প্রার্থী হওয়ায় ৩শ ভোটারের অংশ গ্রহনে ওই ভোট গ্রহন অনুষ্ঠান শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় ভোট গ্রহন শেষে আ. হালিম উকিল পান ৮১ ভোট ও মোকছেদুর রহমান লেবু পান ১শ ৫৪ ভোট।
এর আগে দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান তৃনমূল নিবার্চন কেন্দ্র করে আওয়ামী লীগের সভাপতি আ. হালিম উকিল ও সাধারন সম্পাদক মোকছেদুর রহমান লেবুর ২ গ্র“পের মধ্যে সংঘর্ষে আহত হয় ৭ জন। একই সাথে ২ পুলিশ সদস্যও আহত হয়।