ads

শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০১৪ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওয়ানডেতেও হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২২, ২০১৪ ৯:৪২ অপরাহ্ণ

srilanka trophyশ্যামলবাংলা স্পোর্টস : বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতেও জয় পেয়েছে শ্রীলঙ্কা। আর এতে টানা ৩ ম্যাচে জয় পেয়ে স্বাগতিক বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল সফরকারী শ্রীলংকা। ২০১১ সালের ডিসেম্বরে পাকিস্তান সফরের পর বাংলাদেশ কখনও ৩-০ তে ওয়ানডে হারেনি। আর ২০১২ সালে কোচের দায়িত্ব নেওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে এই প্রথম হারলো জার্গেনসেনের অনুসারীরা।

Shamol Bangla Ads

জয়ের জন্য বাংলাদেশের দেয়া ২৪১ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১৫ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় পায় শ্রীলংকা। ৪৭ ওভার ৩ বল শেষে ৪ উইকেট হারিয়ে সফরকারীরা করে ২৪৬ রান। খেলতে নেমে ১১ তম ওভারে দলীয় ৪৪ রানের মাথায় দলকে প্রথম সাফল্য এনে দেন মাহমুদুল্লাহ। তার বলে শামসুর রহমানের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন থিরিমান্নে। এরপর ১৬তম ওভারে দলীয় ৬০ রানের মাথায় দলকে দ্বিতীয় সাফল্য এনে দেন মাহমুদুল্লাহ। কিথুরুয়ান ভিথানাগে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান তিনি। ৪০ তম ওভারে দলীয় ১৯৮ রানের মাথায় পতন ঘটে তৃতীয় উইকেটের। রুবেল হোসেনের বলে সাজঘরে ফেরের পেরেরা। পরের ওভারে আইট হন চান্দিমাল। দণীয় সংগ্রহ তখন ২০৫ রান।
এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্বাগতিক বাংলাদেশ করে ২৪০ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন মমিনুল হক। নাসির হোসেন করেন ৩৮ রান। শ্রীলংকার পক্ষে ধাম্মিকা প্রসাদ ৩টি, সুরঙ্গা লাকমল ২টি এবং সচিত্র সেনানায়েকে ও থিসারা পেরেরা ১টি করে উইকেট নেন। প্রথম দুই ম্যাচ জিতে অবশ্য ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে শ্রীলংকা। ফলে তৃতীয় ও শেষ ম্যাচটি পরিণত হয়েছে নিছক আনুষ্ঠানিকতায়।

সংক্ষিপ্ত স্কোর:

Shamol Bangla Ads

বাংলাদেশ: ৫০ ওভারে ২৪০/৮ (এনামুল ২, শামসুর ২৫, মুমিনুল ৬০, মুশফিক ৩০, নাঈম ৩২, নাসির ৩৮, মাহমুদুল্লাহ ৫, সোহাগ ২৩, শফিউল ১৫*, সানি ১*; ধাম্মিকা ৩/৪৯, লাকমল ২/২৪, থিসারা ১/৩৯, সেনানায়েকে ১/৪৬)

শ্রীলঙ্কা: ৪৭.৩ ওভারে ২৪৬/৪ (কৌশল ১০৬, থিরিমান্নে ১৮, ভিথানাগে ৯, চান্দিমাল ৬৪, ম্যাথিউস ২০*, প্রিয়াঞ্জন ২২*; মাহমুদুল্লাহ ২/৩৮, রুবেল ২/৬৯)

ম্যাচসেরা : কৌশল পেরেরা
সিরিজসেরা : সচিত্র সেনানায়েক

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!