শনিবার , ৩০ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশের আর্থিক অবস্থার যদি উন্নতি না হয় তাহলে সার্বিক উন্নয়ন সম্ভব নয় : আনোয়ার হোসেন মঞ্জু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৩০, ২০১৩ ২:৫৬ অপরাহ্ণ

Bhandaria PIC= 28-11-13(1)মো. সুমন মল্লিক, ভান্ডারিয়া (পিরোজপুর) : দেশের আর্থিক অবস্থার যদি উন্নতি না হয় তা হলে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। ৩০ বছর পূর্বে যে সমস্যা ছিল আজও অনেক সমস্যা রয়েছে। আল্লাহর রহমত যদি থাকে এবং আপনারা সকলে যদি ঐক্যবদ্ধ থাকেন তা হলে এ এলাকার অসমাপ্ত কাজ অবশ্যই সমাপ্ত হবে। ২৯ নভেম্বর শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ভাণ্ডারিয়া উপজেলার নদমুলা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন খালের উপর ব্রীজ পরিদর্শন শেষে বিদ্যালয় প্রাঙ্গনে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথা বলেন।
সভায় নদমুলা ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদারের সভাপতিত্বে  বক্তব্য রাখেন, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মাহিবুল হোসেন মাহিম, যুবলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন মহারাজ, নদমুলা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা  কমিটির সভাপতি মো. শাহজাহান তালুকদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন,ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, ভিটাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, গৌরীপুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান টিপু, জেপির কেন্দ্রীয়  নেতা মোঃ খলিলুর রহমান খলিল, হুমায়ুন কবির রাজু তালুকদার, ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি কাজী অহেদুজ্জামান বাচ্চু প্রমুখ।
এর আগে ভাণ্ডারিয়া বন্দরে ডাকঘর সংলগ্ন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান কাজের সূচনা উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠানে যোগ দেন আনোয়ার হোসেন মঞ্জু। এ সময় উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার,বর্তবান মাহিবুল হোসেন মাহিম,উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ,উপজেলা প্রকৌশলী আঃ মন্নান, ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, সিদ্দিকুর রহমান টুলু,বদিউজ্জামান টিপু,ভাণ্ডারিয়া উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ আজিজ সিকদার,মুক্তিযোদ্ধা আঃ বারেক সিকদার,দেলোয়ার হোসেন বেপারি,আঃহামিদ মুন্সি সহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা শন্তান আনোয়ার হালিম। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোস্তফা হোসাইন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!