নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বিএমএফএফ বাংলাদেশ মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই কর্মশালায় সৈয়দপুরের ২০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করবেন। এনজিও ফাউন্ডেশন’র আর্থিক সহায়তায় কর্মশালাটি সকালে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে। অবরোধের কারনে ট্রেইনাররা ঢাকা থেকে আসতে না পেরে সমকাল পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি সৈয়দপুরের আমিনুল হক ওই বিষয়ে আলোকপাত করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন প্রশিক্ষন সমন্বয়কারী প্রথম আলো সৈয়দপুর প্রতিনিধি এম. আর. আলম ঝন্টু, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক ও সমকাল প্রতিনিধি সাকির হোসেন বাদল, ভোরের কাগজের সৈয়দপুর প্রতিনিধি জিকরুল হক প্রমুখ।
