রাজিবপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি : আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের জন্য কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনে জাতীয়পার্টি দলীয় মনোনয়নপত্র কিনেছেন ১৪ জন। তারা হলেন, সাবেক এমপি মো:গোলাম হাব্বি দুলাল ,রৌমারী উপজেলা বাসিন্দার এড,মো:হুমায়ুন কবির , রাজিবপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: ইউনুস আলী, কেন্দীয় কৃষকপার্টির কমিটির সংগঠিনক সম্পাদক ও সাবেক এমপি মহুময় গোলাম হোসেন ছেলে সাখাওয়াত হোসেন লিপন, রাজিবপুর উপজেলার জাতীয়পাটির সাধারন সম্পাদক মো:ইব্রাহিম খলিল আকন্দ,রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে-শাহী ফুল মিয়া, সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান জিয়া মিয়া,রৌমারী উপজেলার সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিল, রৌমারী উপজেলার জাতীয়পার্টির সভাপটি মো:নাছির উদ্দিন লাল মিয়া, প্রবাসী হাজী মো:মোতালেব ,্ মো:জাহিদুল ইসলাম জাহিদ, এড, মো:জাহাগীর আলম,রৌমারী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ্এম এ ওয়াহাব আলী ।

তবে এলাকার অধিকাংশ ভোটাররা রৌমারী উপজেলার বাসিন্দার এড,মো:হুমায়ুন কবিরকে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে দেখতে চায়। ভোটাররা এড, মো:হুমায়ুন কবিরকে ছাড়া জাতীয়পার্টি অন্য কোন প্রার্থীকে ভোট দিবেনা বলে জানায়। আসন পুনবিন্যাস করার কারনে সাবেক এমপি গোলাম হাব্বি দুলালের বাড়ী বর্তমানে কুড়িগ্রাম-৩ আসনে পরেছে ,এমনকি নদীর পশ্চিম পার হওয়ার কারনে এইবার তাকে ভোট দেবে না বলে জানায় রাজিবপুর ও রৌমারী জাতীয়পার্টির অনেক নেতা ।
জাতীয়পার্টির তৃনমুল নেতাদের দাবি এই বার এরশাদ যদি প্রার্থী যাচ্ছাই ভুল করেন তাহলে আবার আসনটি গতবারের মত হারাবে ।
