ইয়ানুর রহমান (যশোর) : বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের অপর পার্শ্বের আবাসিক হোটেল মৌ থেকে শুক্রবার ভোর ৪ টায় ২ টি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৪টি বোমা উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ।
বেনাপোল বন্দর থানার ওসি কায়ুম আলী সরদার জানান, বৃহস্পতিবার রাতে বিজিবি সদস্যরা জানতে পারে বেনাপোল বিজিবি ক্যাম্পের সামনে আবাসিক হোটল মৌ এ অস্ত্র , গুলি ও বোমা পুতে রাখা আছে। খবর পেয়েই ২৬ বিজিবির একটি টহল দল হোটেলটি ঘিরে রাখে। একপর্যায়ে শুক্রবার ভোর ৪ টার দিকে বিজিবি সদস্যরা পুলিশকে খবর দেয়। এ সময় সেখানে অভিযান চালিয়ে হোটেলের সিড়ি ঘরের নিচ থেকে মাটিতে পুতে রাখা ২ টি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৪টি বোমা উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা এখানে অস্ত্র, গুলি ও বোমা পুতে রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরো বলেন, হোটেল মৌ এর সিড়ির পার্শ্বে গর্ত করে মাটির তলে পুতে রাখা পিস্তলের খবর যদি বিজিবি সদস্যরা জানতে পারে তাহলে, কারা এ অস্ত্রগুলো পুতে রেখেছিল তা তাদের অগচরে থাকার কথা নয়।
অপরদিকে : যশোর শহর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিমোট কন্ট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শহরের শংকরপুর এলাকার পশু হাসপাতালের সামনে থেকে এ বোমা উদ্ধার করা হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার এসআই শোয়েব জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ ওই স্থান থেকে বোমাটি উদ্ধার করে থানায় নিয়ে আাসেন। প্রাথমিকভাবে উদ্ধারকৃত বোমাটি রিমোট কন্ট্রোল ও শক্তিশালী বলেই ধারণা করা হচ্ছে।
থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, বোমাটির সাথে একটি মোবাইল ফোন সেট, ব্যাটারি ও তার টেপ দিয়ে মোড়ানো রয়েছে। এটি রিমোট কন্ট্রোল বোমা বলেই ধারণা করা হচ্ছে বলে তিনি জানান। তবে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল এটি পরীক্ষা করার পরই নিশ্চিত হওয়া যাবে।