ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে শ্রেনী কক্ষের অভাবে ছাদে বসিয়ে নেয়া হচ্ছে ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষা। জীবনের ঝুকি নিয়ে কোমলমতী শিক্ষার্থীরা রোদে ও গরমে পরীক্ষা দিতে হিমশিম খাচ্ছে। বিষয়টি নিয়ে অভিবাবক মহলও হতাশাগ্রস্থ।
শৌলজালিয়া পরীক্ষা কেন্দ্রে ১২ টি স্কুল ও ৪ টি মাদ্রাসার ৫৩২ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। ক্লাস রুমের অভাবে কতৃপক্ষ বিদ্যালয়টির ছাদে কাপড় টানিয়ে হল রুম তৈরী করেছেন। এ উপজেলায় বুধবার সকালে স্কুল ও মাদ্রাসার ৫ম শ্রেনীর ৬ টি কেন্দ্রের সমাপনী পরীক্ষা শুরু হয়েছে।