এম. এ করিম মিষ্টার, নীলফামারী : নীলফামারী আধুনিক সদর হাসপাতালে জলাতঙ্ক রোগের টিকা বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। ২০১২ সালের মার্চ মাস থেকে কুকুর ও বিড়াল কামড়ানোর ভ্যাকসিন ‘রাবিপুর’ বিনামূল্যে রোগিদের প্রদান করা হতো। কিন্ত আকস্মিকভাবে গত সেপ্টেম্বর মাস থেকে ওই ভ্যাকসিনের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছে। জলাতঙ্ক রোগের ভ্যাকসিন বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই ঝাঁড়-ফুক, কলাপড়া, তাবিজ-কবজ দিয়ে রোগ থেকে নিরাময়ের চেষ্টা করছেন। যাদের অর্থ আছে তারা বাজার থেকে ৩ থেকে ৪ হাজার টাকা মূল্যের রেবিস ভ্যাকসিন কিনে গ্রহণ করছেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, সরকারিভাবে সরবরাহ না থাকায় কিছুই করা সম্ভব হচ্ছে না তাদের।