চাটমোহর (পাবনা) সংবাদদাতা : পাবনার চাটমোহরে জিয়াসমিন খাতুন (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। ২০ নভেম্বর বুধবার দুপুরে ওই ঘটনা ঘটে। নিহত কিশোরী স্থানীয় গুনাইগাছা ইউনিয়নের বড় শালিখা গ্রামের আব্দুল মজিদের মেয়ে।
জানা গেছে, গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে সবার অগোচরে নিজ ঘরের আঁড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পারিবারিক কলহের কারণে জিয়াসমিন আত্মহত্যা করেছে বলে জানা গেছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।