ইয়ানুর রহমান, যশোর : যশোরের কেশবপুরে জিয়াউর রহমান (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৬ নভেম্বর শনিবার সকালে স্থানীয় চাদরা গ্রামের বিলপাড় থেকে ওই লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার চাঁদরা গ্রামের বিল্লাল সর্দারের ছেলে। সে প্রমি কনজুমার কোম্পানির ঝিকরগাছা উপজেলা বিক্রয় প্রতিনিধি ছিলেন।
জানা যায়, শনিবার সকালে চাঁদরা গ্রামের বিলপাড়ে জিয়াউর রহমানের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। থানা পুলিশ খবর পেয়ে বিলপাড় থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। জিয়াউরের শরীরে বেশ কয়েকটি ক্ষতচিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা কোথাও তাকে হত্যা করে লাশ বিলপাড়ে ফেলে রেখে গেছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।