মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : “নারীর জয়ে সবার জয়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধির প্রয়োজনীয়তা এবং করণীয় শীর্ষক গেল টেবিল বৈঠক মহম্মদপুরে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে ডেমোক্রসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় ইউএসএআইডি এর অর্থায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে মহম্মদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না রানী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুদ্দৌজা। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী রেজা খোকন, ডেপুটি কমান্ডার আব্দুল হাই, নারী নেত্রী শিউলি পারভীন,রাবেয়া খাতুন, মোঃ সামছুর রহমান প্রমূখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন নাদিরা ইসলাম।