ঝালকাঠি সংবাদদাতা : রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গিকার নিয়ে ঝালকাঠিতে নানা কর্মসুচির মধ্য দিয়ে যুব লীগের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে সোমবার সকালে।
এ উপলক্ষে বেলা সাড়ে ১২ টায় ফায়ার সার্ভিস মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে থানার চৌমাথায় গিয়ে শেষ হয়। এর আগে আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি’র আমতলা রোডস্থ বাসভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগ আহবায়ক লিয়াকত হেসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সরদার মোঃ শাহ আলম। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুলাহ পনির।