পাবনা প্রতিনিধি : পাবনায় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় গণতান্ত্রিক বাম মোর্চা বেড়ায় সংবাদ সম্মেলন করেছে। ৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় গণ সংহতি আন্দোলনের বেড়া উপজেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, বিপ্ল¬বী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমন্ডলীর সদস্য আব্দুস সাত্তার, সংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য জুলহাস নাইন বাবু, বাসদ কনভেনশন কমিটির কেন্দ্রীয় সদস্য শুভ্রাংশু চক্রবর্তী ও গণসংহতি আন্দোলনের বেড়া উপজেলা সমন্বয়ক কামরুল হাসান লিটন প্রমুখ। এর আগে তাঁরা সাম্প্রদায়িক হামলায় আক্রান্ত সাঁথিয়ার বনগ্রাম হিন্দুপল্ল¬ী পরিদর্শন করেন।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে ঘুরে তাঁরা বুঝতে পেরেছেন, হামলার ঘটনাটি সম্পূর্ণভাবে পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ওই ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। গনতান্ত্রিক বাম মোর্চার নেতৃবৃন্দ প্রকৃত অপরাধী ও মদদদাতাদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।