বুধবার , ৬ নভেম্বর ২০১৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদাকে ধ্বংস লীলা বন্ধ করে নির্বাচনের পথে হাটতে মতিয়ার আহবান

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৬, ২০১৩ ৫:০৯ অপরাহ্ণ

Sherpur-1জাহাঙ্গীর আলম তালুকদার, নালিতাবাড়ী (শেরপুর) : বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে হরতালের নামে ধ্বংস লীলা বন্ধ করে নির্বাচনের পথে হাটতে সর্বদলীয় সরকারে যোগ দেওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি ৬ নভেম্বর শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই আহবান জানিয়ে বলেন, সরকারের সময় ফুরিয়ে আসছে। সময় শেষ হবে, যথা সময়ে নির্বাচন কমিশন নির্বাচন দিবে। আমরা নির্বাচনে যাব। নির্বাচনে জনগণ যে রায় দেবে, আমরা সে রায় মাথা পেতে মেনে নেব।
তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, তারা ইলেকশনের রাস্তায় হাঁটে না। তারা হরতালের নামে  গাড়ীতে আগুন দিয়ে ঘুমন্ত মানুষ পুড়ায়। তিনি অভিযোগ করে বলেন, যারা বাচ্চাদের দিয়ে গাড়ি পুড়ায়, বাচ্চাদের হাতে বোমা তুলে দিচ্ছে ও মানুষ মারছে। তারা দেশের ভালো চায়, এটা কেউ বিশ্বাস করবে না। একদিকে জামায়াত, আরেক দিকে হেফাজত, দুই দিকে দুই জল্লাদ নিয়ে মাঝখানে আমাদের ধ্বংসের রানী বেগম খালেদা জিয়া।
কৃষিমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আরও বলেন, আপনি নিজে লেখাপড়া করেননি বলে হরতাল দিয়ে ছেলে-মেয়েদের সর্বনাশ করবেন না। ৭১’এর খুনি জামায়াত ও কোরআন পুড়ানো হেফাজতে ইসলামকে ছেড়ে আলোচনায় আসুন।
তিনি বলেন, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ৪০ মেট্রিকটন খাদ্য ঘাটতি নিয়ে আমরা দেশ পরিচালনা শুরু করলাম। পরবর্তীতে আমরা স্বয়ং-সম্পূর্ণতা অর্জন করলাম। এরপর যারা এলো তারা ৩০ মেট্রিক টন খাদ্য ঘাটতি রেখে গেল।
তিনি বলেন, বিএনপি ১৮ দলীয় জোট করে নিবাচনের আগেই মানুষ হত্যা শুরু করেছে, আর ক্ষমতায় গেলে দেশের মানুষকে কতটুক শান্তিতে রাখবে বাংলার মানুষ তা জেনে গেছে। এজন্য তাদের হরতালে মানুষের কোন সাড়া নেই। তাই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও  নৌকা মার্কায় ভোট  চান কৃষিমন্ত্রী।
এদিন কৃষিমন্ত্রী শেরপুরের নালিতাবাড়ী উপজেলা অডিটরিয়ামে বনবিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বাতকুচি, সমশ্চুড়া, গোপালপুর বিটে সামাজিক বনায়নের আওতায় সৃজিত বাগানের ১৪৬ জন উপকারভোগীর মাঝে ১ কোটি সাড়ে ৭২ লক্ষ টাকার চেক, মসজিদ, মন্দিরের চেক, দুস্থদের মাঝে  হুইল চেয়ারসহ বঙ্গবন্ধু ক্রীড়া ফাউন্ডেশনের চেক বিতরন করেন। এসময় শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে  অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা নিবাহী কর্মকর্তা আবেদ আলী, বিভাগীয় বন কর্মকর্তা মঈন উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোকছেদুর রহমান লেবুসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর মন্ত্রী বিকেলে একইভাবে নকলা উপজেলায় গরিব-দুস্থ মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন, শারীরিক অক্ষম ব্যক্তি-পঙ্গুদের মাঝে হুইল চেয়ারসহ বিভিন্ন ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠান-সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বুরহান, শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান, নকলা উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম খালিদ ইফতেখার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!