এম. এ করিম মিষ্টার, নীলফামারী : হরতালের নামে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। শুক্রবার দুপুরে চৌরঙ্গী মোড়স্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু, বাংলাদেশের ওয়ার্কাস পাটির জেলা সভাপতি তপন রায়, জেলা মহিলা লীগের সভাপতি রাবেয়া আলীমসহ ১৪ দলের নেতৃব”ন্দ সমাবেশে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, তত্বাবধায়ক ইস্যু নিয়ে জামায়াত-বিএনপি হরতাল ও হরতালের নামে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছে। বোমা মেরে নিরিহ মানুষকে হত্যা, গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করে জনগণের মনে ভীতি সৃষ্টি করার পাঁয়তারায় লিপ্ত হয়েছে। তাই এদের রাজপথে থেকে মোকাবেলাসহ এদের সকল নৈরাজ্য প্রতিহত করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দলীয় নেতাকর্মীদের আহŸান জানান। এছাড়াও বক্তারা অবিলস্বে শেখ হাসিনার দেয়া নির্বাচনী রুপরেখা মেনে নিয়ে নির্বাচনে অংশ নেয়াসহ মানুষ হত্যা বন্ধ করার জন্য বিএনপিসহ অন্যান্য দলের প্রতি আহবান জানান।
