ইয়ানুর রহমান, যশোর : যশোরে সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও অন্তত: ১২ জন আহত হয়েছে। ২৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে যশোর-ছুটিপুর সড়কের দেয়াড়া নারাঙ্গালী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত দীনবন্ধু (৮০) বাঘারপাড়া উপজেলার তেলকুপ গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছুটিপুর থেকে ছেড়ে আসা যশোরগামী যাত্রীবাহী একটি বাস দেয়াড়া নারাঙ্গালী এলাকায় পৌঁছালে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। এছাড়া আহত হয় আরো অন্তত: ১২ জন। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করা হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। যশোর কোতোয়ালি মডেল থানার এসআই কালাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।