মোঃ ফারুক হোসেন,ঢাকা: ৪৩৫ কোটি টাকা ব্যয়ে চার প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার সকালে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ার পারসন শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্প চারটি হলো- ট্রান্সমিশন ইফিসিয়েন্সি ইম্প্রুভমেন্ট থ্রো রিয়্যাকটিভ পাওয়ার কমপেনসেশন অ্যান্ড রি ইনফোর্সমেন্ট অব গোয়ালপাড়া সাব-স্টেশন সংশোধিত প্রকল্প, মানিকখালী সেতু নির্মানসহ আশাশুনি পাইকগাছা সড়ক উন্নয়ন সংশোধিত উত্তরাঞ্চলের দারিদ্র্যদের কর্মসংস্থান নিশ্চিতকরণ কর্মসূচি ২য় পর্যায় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর সম্প্রসারন ও উন্নয়ন প্রকল্প। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান একনেকে চারটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্প চারটির মোট ব্যয় ধরা হয়েছে ৪৩৫ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩১৭ কোটি টাকা সংস্থা থেকে ১৮ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য থেকে ১০০ কোটি টাকা মেটানো হবে।
