শ্যামলবাংলা স্পোর্টস : টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে দেশে পৌঁছে বীরোচিত সংবর্ধনা পেল শ্রীলঙ্কা ক্রিকেট দল। কুমার সাঙ্গাকারা আর মাহেলা জয়াবর্ধনেদের স্বাগত জানাতে বিমানবন্দর থেকে শুরু করে প্রতিটি সড়কে হাজির হয়েছিল হাজারও মানুষ। ১৯৯৬ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের ১৮ বছর পর ফের বড় কোনো শিরোপা জিতল শ্রীলঙ্কা। আর এতে পুরো লঙ্কা জুড়েই ছড়িয়ে পড়ে উন্মাদনা।

ট-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর মঙ্গলবার ঢাকা থেকে ৩ ঘণ্টার বিমানভ্রমণ শেষে শ্রীলঙ্কা পৌঁছেন সাঙ্গাকারা-জয়াবর্ধনেরা। এরপর শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী দল ছাদ খোলা বাসে করে ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রেসিডেন্ট রাজাপাকসের বাসভবন টেম্পল ট্রিসে যান।
এর আগে বিমানবন্দরে সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লঙ্কান খেলোয়াড়রা। সংবাদ সম্মেলনে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান কুমার সাঙ্গাকারা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানো সাঙ্গাকারা বলেন, আমি শ্রীলঙ্কার সব সমর্থকদের প্রতি কৃতজ্ঞ। তাদের সমর্থন ছাড়া এই ট্রফি জয় একেবারেই অসম্ভব ছিল।
