ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রত্যেক পদে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে আ’লীগ উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্ধী ঘোষণা করলেও গত কয়েকদিন ধরে দলের সিনিয়র নেতারা কয়েক দফা বৈঠক করেও এ পদে গতকাল শনিবার বিকেল পর্যন্ত একক প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। বিএনপির প্রার্থীরা হলেন- যুবদল সভাপতি নাসিম উদ্দিন আকন, ভাইস চেয়ারম্যান পদে যুবদলের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া সুমন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা দলের আহবায়ক নাজমুন নাহার পুতুল। অপরদিকে আ’লীগে চেয়ারম্যান পদে বড়ইয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান মনির ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজুর নাম এককভাবে ঘোষণা করা হলেও আ’লীগের ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান চন্দ্র শেখর হালদার ও যুবলীগের যুগ্ম আহবায়ক ফকরুল ইসলাম খান ইতোমধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়াও এ পদে আরও আ’লীগের একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এ বিষয়ে ঝালকাঠি জেলা আ’লীগের সেক্রেটারি অ্যাড. খান সাইফুলাহ পনীর বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের আগ পর্যন্ত জনসমর্থন যাচাই-বাছাই করে এ পদে আ’লীগের একক প্রার্থী নির্ধারণের উদ্যোগ নেয়া হবে।
বড় ২ দলের নেতাদের কথা কেউ রাখেনি
কাঠালিয়ায় উপজেলা চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়ন পত্র সংগ্রহ
![Shamol Bangla Ads](https://shamolbangla24.com/wp-content/uploads/2024/01/Ad-1-scaled.jpg)
ঝালকাঠি প্রতিনিধিঃ- আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল শনিবার ( ২২ ফেব্র“য়ারী) পর্যন্ত কাঠালিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এরা হচ্ছেন চেয়ারম্যান হিসাবে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের উপজেলা সভাপতি মোঃ ফারুক সিকদার, বর্তমান কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান ও সাবেক আ’লীগের উপজেলা যুগ্ম আহবায়ক মোঃ গোলাম কিবরিয়া সিকদার, আ’লীগের সাবেক সদস্য সচিব মোঃ তরুন সিকদার, উপজেলা বিএন পির সভাপতি ও সাবেক কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম মিরন সিকদার ও জাতীয় পার্টি (জেপির) কেন্দ্রিয় কমিটির শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক এবং ঝালকাঠি জেলা জেপির সভাপতি এ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল হাওলাদার। ভাইস চেয়ারম্যান হিসাবে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপির উপজেলা সহ সভাপতি মোঃ জালালুর রহমান আকন, জেলা আওয়ামীলীলেগের সদস্য ও মরহুম এ্যাডভোকেট ফজলুল হকের পুত্র মোঃ এমাদুল হক মনির ও উপজেলা য্বু দলের সভাপতি মোঃ জাকির হোসেন কবির। মহিলা ভাইস চেয়াম্যান হিসাবে বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান ফাতেমা খানম, উপজেলা যুব দলের সাধারন সম্পাদক মোঃ ইলিয়াস মিয়ার স্ত্রী মোসাঃ নাসিমা বেগম, ইউপি সদস্য মাহফুজা বেগম, আ’লীগ নেত্রী আয়শা সিদ্দিকা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
![](https://shamolbangla24.com/wp-content/uploads/2023/11/final01.gif)