নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের হোসেনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থাপিত শহীদ মিনারটি বৃহস্পতিবার গভীর রাতে কেবা কারা ভেঙ্গে দিয়েছে। এছাড়া পার্শ্ববর্তী বদরপুর পূর্বপাড়া গ্রামে স্থানীয় যুবসংঘের উদ্যোগে কলাগাছ দিয়ে নির্মিত এবং বদরপুর এসইএসডিপি মডেল হাইস্কুলে কলাগাছ দিয়ে নির্মিত শহীদ মিনারটিও ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। একই এলাকায় পাশাপাশি ৩টি শহীদ মিনার একই রাতে ভেঙ্গে দেয়ায় ছাত্র-ছত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকসহ সর্বস্তরের মানুষের মাঝে দারুণ ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাতের আধারে এ ধরনের বর্বরোচিত ঘটনায় এলাকাবাসী হতবিহব্বল। তারা এ ঘটনার সাথে জড়িত দুস্কৃতিকারীদের খুঁজে বের করে বিচারের কাঠ গড়ায় দাড় করারনোর জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। গত ২০১২ ইং সনের নরসিংদী সদর থেকে নির্বাচিত সংসদ সদস্য লেঃ কর্ণেল (অব:) মোঃ নজরুল ইসলাম হীরু বীর প্রতীক হোসেনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ মিনারটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। হোসেনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান মিয়া জানান, গত বৃহস্পতিবার স্কুল শহীদ মিনারে পুষ্পার্গ অর্জনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে বাড়ীতে চলে যান। কিন্তু সকালে এসে শহীদ মিনার ভাঙ্গা দেখে তারা হতভম্ব হয়ে পড়ে।এ ঘটনাটি উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।
বদরপুর যুবসংঘের সভাপতি রিফাত ভূইয়া জানান, তারা যুবসংঘের বন্ধুবান্ধবদের নিয়ে কলাগাছ দিয়ে শহীদ মিনারটি তৈরী করে রংবেরংগের কাগজ দিয়ে উহা সজ্জিত করেছিল। সকালে এসে দেখেন শহীদ মিনারটি ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা।