চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : বৃহস্পতিবার সকাল ১১টায় ১নং ইউসুফপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে জেলা প্রশাসকের সাথে ইউসুফপুর ইউনিয়ন পরিষদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভায় ইউসুফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী জেলা প্রশাসক, রাজশাহী। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শরীফুন্নেসা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আজিবর রহমান, থানা যুবলীগ সভাপতি ইমদাদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা মনিরা খাতুন, উপ সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, চারঘাট ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউপি সচিব নাজমুল হক, সদস্য সেকেন্দার আলী, মহিলা সদস্য শেফালী খাতুন, মুক্তার হোসেনসহ সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। মত বিনিময় সভায় ইউসুফপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও দিক নির্দেশনা প্রাধান্য পায়।