ads

মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৪ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাতক্ষীরায় এসএসসি পরীক্ষার চতুর্থ দিনে ৪ শিক্ষার্থী বহিষ্কার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১৮, ২০১৪ ১:২৭ অপরাহ্ণ

নজরুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরায় এসএসসি পরীক্ষার চতুর্থ দিনে চার শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। রোববার ইংরেজি ২য়পত্র পরীক্ষা চলাকালে জেলার আশাশুনি উপজেলার আশাশুনি ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে ৩ জন ও দেবহাটা উপজেলার পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জনকে নকল করার অভিযোগে বহিষ্কার করা হয়। জেলা প্রশাসনের শিক্ষা শাখা এ তথ্য নিশ্চিত করেছেন। আশাশুনি ডিগ্রি কলেজ কেন্দ্র সচিব আশরাফুন নাহার নার্গিস জানান, আশাশুনির সহকারী কমিশনার (ভ‚মি) এবাদত হোসেন নকলসহ হাতে নাতে আটক করে আরিফুল ইসলাম, আবু আব্দুল্লাহ ও অভিক বিশ্বাস নামের তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন। অপরদিকে পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্তাজ আলী জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম আলামিন হোসেন নামের এক পরীক্ষার্থীকে নকলসহ আটক করে বহিষ্কার করেছেন।

Shamol Bangla Ads

তালার পাটকেলঘাটায় ৪২২তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক আহমদ শফি
গ্রামাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে পূবালী ব্যাংক কাজ করছে

Patkelghata pic 17-2-14
তালা উপজেলার পাটকেলঘাটায় পূবালী ব্যাংক লিমিটেডের ৪২২ তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পরিচালনা পর্ষদের পরিচালক আহমদ শফি চৌধুরী পূবালী ব্যাংকের বিভিন্ন সফলতার দিক উলে¬খ করে বলেছেন- গ্রাহকরাই ব্যাংকের প্রাণ। প্রত্যন্ত গ্রামাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য এ ব্যাংক কাজ করে যাচ্ছে। স্বাধীনতার পর যখন এদেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত তখন দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে এ ব্যাংক কাজ করেছে এবং আজো অব্যাহত আছে। গতকাল রবিবার বেলা ১১টায় তালা উপজেলার পাটকেলঘাটার গফুর প¬াজায় অবস্থিত পূবালী ব্যাংক মিলনায়তনে অয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বক্তব্য দেন। পূবালী ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম.এ হালিম চৌধুরী, খুলনা অঞ্চলের মহাব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবির, পাটকেলঘাটা বাজার বণিক সমিতির সভাপতি বিশ্বজিৎ সাধু, ব্যাংক ভবনের মালিক ও জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মিজানুর রহমান। জুনিয়র অফিসার সঙ্গীতা রাণী মলি¬কের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার সেরা করদাতা ও ঠিকাদার ইকবাল হোসেন জমাদ্দার ও কাজী নজরুল ইসলাম হিলে¬াল। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছার পর পরই পবিত্র কোরান ও গীতা পাঠ করেন জুনিয়র অফিসার ফরহাদ হোসেন ও উজ্জল পাল। উদ্বোধনী অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তারা ব্যবসায়ীদের সুবিধার্থে অচিরেই এখানে এটিএম বুথ স্থাপনের ঘোষণা দেন।

Shamol Bangla Ads

সাতক্ষীরায় গুড়ি গুড়ি বৃষ্টি ও শীতে জন জীবন বিপর্যস্ত

সাতক্ষীরায় আজ রোববার ভোর রাত থেকে লঘু চাপের কারনে শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি ও ঠান্ডা বাতাস। শীতল হাওয়া ও বৃষ্টির কারনে জন জীবনে নেমে এসেছে চরম ভোগান্তী। সকাল থেকে রাস্তায় পথচারীর সংখ্যাও কম। শীতের প্রকোপে ঠান্ডা জনিত রোগের কারনে হাসপাতলে বৃদ্ধি পেয়েছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। গুড়ি গুড়ি বৃষ্টিতে স্কুল কলেজের শিক্ষার্থীরাও পড়েছে বিপাকে। এদিকে, বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে আম গাছের মুকুল। ক্ষতির সম্মুখিন হচ্ছে ইরি চাষিরা। অপরদিকে, হঠাৎ বৃষ্টির কারনে সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহুর্তের প্রচার প্রচারনায় মাঠে নামতে পারছেন না প্রার্থীরা। সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, লঘু চাপের কারনে গুড়ি গুড়ি বৃষ্টি ও ঠান্ডা পড়ছে। তবে আজকের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!