আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় এক ইভটিজারকে একবছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আদালতসূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের আলিম শিকদার চাকুরির সুবাদে ঢাকা অবস্থানের সুযোগে তার স্ত্রী ১ সন্তানের জননী সুখী বেগম (২০) কে একা পেয়ে একই গ্রামের মমিন উদ্দিন শিকদারের ছেলে মিশুক ড্রাইভার ননদ জামাতা নাসির শিকদার (৪০) বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত এবং ইভটিজিং করত। নিরুপায় হয়ে সুখী বেগম আগৈলঝাড়া থানায় অভিযোগ দায়ের করলে এসআই মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার রাতে নাসিরকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদার ইভটিজার নাসিরকে একবছরের কারাদন্ডের আদেশ দেন। গতকালই সাজাপ্রাপ্ত নাসিরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
![](https://shamolbangla24.com/wp-content/uploads/2023/11/final01.gif)