নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে আব্দুল আজিজ হত্যা মামলায় তার সৎভাই গ্রেফতার হয়েছে। ৩০ নভেম্বর নন্দীগ্রাম উপজেলার রঞ্জয় তেঘর গ্রামের পশ্চিম মাঠের ধানক্ষেত থেকে পদ্মপুকুর গ্রামের কমতুল্ল¬াহর ছেলে আব্দুল আজিজ (৩৮) নামক এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। তাকে হত্যার অভিযোগে ৩০ নভেম্বর রাতে নন্দীগ্রাম থানায় তার মা রাইলা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বাদশাহ মিয়া ১ ডিসেম্বর রবিবার ভোর ৪ টায় আব্দুল আজিজের সৎভাই নাটোরের সিংড়া উপজেলার রামনগর গ্রামের আব্দুস সামাদের ছেলে বাচ্চু প্রাং (৪৫) কে গ্রেফতার করে। রবিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
এ ব্যাপারে এসআই বাদশাহ মিয়া জানান, জমিজমা নিয়ে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আব্দুল আজিজ খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
