মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ দশম জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনে জন বিচ্ছিন্ন ড. আকরাম হোসেন চৌধুরীকে আওয়ামীলীগ মনোনয়ন দেওয়ার প্রতিবাদে আন্দোলন-সংগ্রামে ফুঁসে উঠেছেন স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থকরা। দলটির তৃণমুলে বিরাজ করছে চরম অস্থিরতা। তাদের দাবী জনবিচ্ছিন্ন আকরাম হোসেন চৌধুরীর মনোনয়ন বাতিল করে নওগাঁর গুরুত্বপূর্ণ এ আসন ধরে রাখার জন্য জননন্দিত আওয়ামীলীগ নেতা ছলিম উদ্দিন তরফদারকে দলীয় মনোনয়ন দেয়া হোক। ক্ষোভে ফুঁসে ওঠা স্থানীয় আওয়ামীলীগের শত শত নেতা ও কর্মী সমর্থকরা ৩০ নভেম্বর শনিবার বিকালে মহাদেবপুর ও বদলগাছী উপজেলা সদরে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিল এ দুই উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মহাদেবপুরে বিক্ষোভ মিছিল শেষে বুলবুল সিনেমা হল সংলগ্ন আওয়ামীলীদের অস্থায়ী কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সহসভাপতি ময়নুল ইসলাম ময়েন, মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মঞ্জরুল আলম মঞ্জু, যুগ্ম সম্পাদক অজিত মন্ডল, মাহাবুবুর রহমান ধলু, থানা যুবলীগের সাধারণ সম্পাদক আঃ কুদ্দুস, বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শেখ মোঃ আয়েন উদ্দিন, সহসাধারণ সম্পাদক বাবু তুহিন কান্তি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আঃ সালাম, ইস্কেন্দার মীর্জা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ। বক্তরা গণবিস্ফোরণ ঘটার আগেই নওগাঁ-৩ আসনে ড. আকরাম হোসেন চৌধুরীর মনোনয়ন বাতিল করে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চেরাগপুর ইউপি চেয়ারম্যান ছলিম উদ্দিন তরফদারকে মনোনয়ন দেওয়ার দাবী জানান।