ফরিদুজ্জামান, শ্রীবরদী (শেরপুর) : দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ১৮ দলীয় জোটের ডাকা টানা ৪৮ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে শ্রীবরদীতে দিনব্যাপি ১৮ দলীয় জোটের মিছিল আতংকে পৌরশহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করে। ২৭ নভেম্বর বুধবার বিকেলে ওই মিছিলটি বের হওয়ার কথা পৌর শহরের চারদিকে ছড়িয়ে পড়লে সারা শহরে আতংকের সৃষ্টি হয়। পরে বিশেষ সূত্রে শ্রীবরদী থানা পুলিশ খবর পেয়ে শেরপুরের পুলিশ সুপারকে অবহিত করলে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। এসময় সহিংস ঘটনা এড়াতে পুলিশ সুপার মেহেদুল করিম ও অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম খানের নেতৃত্বে ১৮ দলীয় জোটের ওই মিছিলটিকে পন্ড করার লক্ষ্যে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও র্যাবের টহল জোরদার করা হয়।
এদিকে ১৮ দলীয় জোট সূত্রে জানা গেছে, পুলিশ তৎপর থাকায় মিছিলটি বের করার উদ্যোগ নিলেও নিরাপত্তা প্রশ্নে শেষ পর্যন্ত ওই মিছিলটি বের করা সম্ভব হয়নি। অপরদিকে শ্রীবরদী-শেরপুর মহাসড়কে কুড়িকাহনিয়া-ইন্দিলপুরে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ ছাড়া অন্য কোন সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি। কিন্তু নাশকতার ভয়ে শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ দেখা যায়।