আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট চাতাল ব্যবসায়ী আলহাজ্ব মহসীন আলী মন্ডল ২৩ নভেম্বর শনিবার ভোর ৫ টায় নিজ বাসভবন সান্তাহারে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না……..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ২ ছেলে, ১ মেয়ে নাতী-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ওই দিন সকাল ১১টায় সান্তাহার বিপি স্কুল মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা এবং গ্রামের বাড়ি ছোট আখিড়া গ্রামে বাদ জোহর দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে সাবেক পাট প্রতিমন্ত্রী এবিএম শাহজাহান, স্থানীয় সাংসদ আলহাজ্ব আব্দুল মোমিন তালুকদার খোকা, উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্ত্রপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।