চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৩শ বোতল ফেনসিডিল ও ভারতীয় নিুমানের সার আটক করেছে। ২০ নভেম্বর বুধবার ভোররাত থেকে সকাল ১০ টা পর্যন্ত অভিযান চালিয়ে ওইসব সার ও ফেনসিডিল আটক করেন।
বিজিবি সূত্রে জানা যায়, দামুড়হুদার ঈশ্বরচন্দ্রপুর ও নাস্তিপুর সীমান্তে থেকে ১শ ৬২ বোতল ফেনসিডিল ও ৬শ কেজি নিুমানের ভারতীয় সার, সুলতানপুর সীমান্ত থেকে ৬৬ বোতল ফেনসিডিল এবং জয়নগর সীমান্ত থেকে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত সার বুধবার বিকেলে দর্শনা কাষ্টমস গুদামে এবং ফেন্সিডিল গুলো বিজিবি ৬ ব্যাটালিয়ন হেড কোয়ার্টারে জমা দেওয়া হয়েছে।