শাহআলম কালিহাতী টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজ হওয়ার ৫দিন পর আলমগীর (৩২) নামে এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আলমগীর কালিহাতী উপজেলার দেউপুর উত্তর পাড়ার আব্দুল হামিদের ছেলে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার সলা গ্রামের হুরমুজ আলীর পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। গ্রামবাসি হত্যাকারী হাসেমকে আটক করে পুলিশে সোর্পদ করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আলমগীর একই এলাকার হাশেম মিয়াকে কিছু দিন পূর্বে ২০ হাজার টাকা ধার দেয়। ১২ হাজার টাকা পরিশোধ করে। বাকি ৮ হাজার টাকা গত শুক্রবার সন্ধায় দেয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন। এর পর থেকে তাকে আর খুজে পাওয়া যাচ্ছিল না।
এ ব্যাপারে কালিহাতী থানার মগড়া ফাড়ির ইনচার্জ এসআই শ্যামল চৌধুরী বলেন, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন হাশেমের শ্বশুর বাড়ির পাশে একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।