ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : অর্থপাচার মামলা থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান মুক্তি পাওয়ায় ১৭ নভেম্বর রবিবার দুপুরে ইসলামপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনছারী ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আনিছুর রহমানের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক বটতলা চত্বরে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
মিছিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনছারী, করিম ঢালী, জাকিউল ইসলাম তিব্বত, ভিপি জাহাঙ্গীর, যুবদলের আহ্বায়ক প্রভাষক নুরে আলম মনির, শ্রমিক দলের সভাপতি আজিজ প্রধান, সাধারণ সম্পাদক রেজাউল করিম খোদা বক্স, ওলামা দলের সভাপতি এনামুল হক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাছুদ ঢালী, সরোয়ার আজম বিপুল, খায়রুল হাসান সোহাগ, শহিদুল্লাহ লিটন, রুহুল আমিন মামুন। পথ সভা শেষে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন।
