শ্যামলবাংলা ডেস্ক : সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না বলে মন্তব্য করে এ সরকারকে ‘অগ্রণযোগ্য’ বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
সোমবার সর্বদলীয় সরকার গঠিত হচ্ছে-সরকারের এ উদ্যোগের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ১৭ নভেম্বর রবিবার সন্ধ্যায় ওই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তবে সর্বদলীয় সরকার গঠনের পরই দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়া হবে বলেও জানান তিনি। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, সর্বদলীয় সরকার হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ‘দলীয় সরকার’। ওই সরকারের অধীনে নির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে না। এ কারণে আমরা সর্বদলীয় সরকার সমর্থন দিতে পারি না। আমাদের দাবি একটাই তা হলো নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।