শ্যামলবাংলা ডেস্ক : যুদ্ধাপরাধের অভিযোগে এবার জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মামলায় রায় ঘোষণা করা হবে যেকোন দিন। ১৩ নভেম্বর বুধবার বিচারপতি এটিএম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আসামীপক্ষের আইনজীবীরা অনুপস্থিত থাকায় লিখিত যুক্তিতর্ক জমা দিতে বলে মামলার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন। এরপর ওই মামলার রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখার আদেশ দেয়। এখন যে কোনো দিন সাবেক জোট সরকারের মন্ত্রী নিজামীর মামলার রায় ঘোষণা করা হতে পারে।
আদালত সূত্র জানায়, নিজামীর বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট, ধর্ষণ, উস্কানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যার মতো ১৬টি অভিযোগ আনা হয়েছে মামলায়। ওইসব ঘটনায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে গত বছরের ২৮ মে বিচার শুরু হয় তার বিরুদ্ধে। বুধবার আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য একদিনের সময় চেয়ে ট্রাইব্যুনালে আবেদন জানান আসামিপক্ষের আইনজীবী মো. আসাদুজ্জামান। এর বিরোধিতা করেন প্রসিকিউটর মোহাম্মদ আলী। পরে আসামিপক্ষের আবেদন খারিজ করে মামলার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।
উল্লেখ্য, এটি হবে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার দশম রায়। এর আগের ৯ টি মামলায় জামায়াতের সাবেক ও বর্তমান ৮ জন এবং বিএনপির ২ নেতাকে দণ্ড দেয় ট্রাইব্যুনাল।