বুধবার , ১৩ নভেম্বর ২০১৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়ার নেতৃত্বে স্বাধীনতা বিরোধীচক্র দেশে অরাজকতা সৃষ্টি করছে : অর্থমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৩, ২০১৩ ৩:৫৪ অপরাহ্ণ

Moulvibazar.Fionash Minastar.Pic-khaledমো. খালেদ পারভেজ বখশ, মৌলভীবাজার : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে এখন জামায়াতের আমীর আখ্যা দিয়ে বলেছেন, তিনি জামায়াতকে সঙ্গে নিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছেন। তিনি বলেন, আওয়ামীলীগের নেতৃত্বে এ দেশ এগিয়ে যাচ্ছে। আর এ অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে খালেদা জিয়ার নেতৃত্বে স্বাধীনতা বিরোধীচক্র দেশে অরাজকতা সৃষ্টি করছে। তিনি ১৩ নভেম্বর বুধবার মৌলভীবাজারের আগনসী হাজী মো: মুজেফর ইসলামি দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন ও ছাত্রাবাস উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে না, তারা জাতিকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক উন্নতি সাধিত করেছে। আমাদের আগামী প্রজন্মেকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বর্তমান সরকার জাতিকে বিশ্ব প্রতিযোগিতার সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে শিক্ষাসহ সার্বিক জীবনযাত্রার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার সবদলের অংশ গ্রহনে সর্বদলীয় সরকার প্রতিষ্ঠা করে একটি সুষ্ঠু নির্বাচন করতে চায়। কিন্তু বিরোধীদলীয় জোট নির্বাচন নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে সংলাপে অংশ না নিয়ে জাতিকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে এদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিনত করবে। তাই তাদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। বিরোধী দলের কোনো কথায় বিভ্রান্ত না হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান তিনি।
মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা সফিক ফাতেমার সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নেছার আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, জেলা যুবলীর্গে সভাপতি ফজলুর রহমান  প্রমুখ।
পরে ৩ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!