কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা : দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ,এম,এম বাহাউদ্দিনের বাসায় পুলিশী তলাশীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কালীগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দরা।
মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দরা দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ,এম,এম বাহাউদ্দিনের বাসায় পুলিশী তলাশীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, তল¬াশীর নামে সরকার ভীতি ছড়িয়ে ইনকিলাব ও সংবাদ পত্রের কন্ঠ রোধ করতে চায়। যা মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার অন্তরায়। কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব কালীগঞ্জ সংবাদদাতা মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে নিন্দায় একাত্মতা প্রকাশ করেছেন, অন্যান্য সাংবাদিকরা। এ সময় কালীগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি এডঃ একেএম শরীফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন দেওয়ান, সহ-সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক খুশি খানম, প্রচার সম্পাদক মোঃ হেলাল উদ্দিন খান, কার্য নির্বাহী সদস্য আলহাজ্ব মোঃ নূরুল আলম আখন্দ, মোঃ মুজিবুর রহমান, রাধেশ্যাম রাজু, সদস্য রফিক সরকার, মোঃ আশরাফুল হক শিশির আব্দুল গাফফার, কাজী মোহাম্মদ ওমর ফারুক ও সাংবাদিক যোবায়ের হোসাইন, মোহাম্মদ আরমান মিয়া উপস্থিত ছিলেন।