শাহ আলম, কালিহাতী (টাঙ্গাইল) : ‘বিদ্যুৎ অপচয় রোধ করি, আলোকিত বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষ্যে ১২ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সোহেল সিরাজীর নেতৃত্বে র্যালি ও আলোচনার আয়োজন করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিদ্যুৎ অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সোহেল সিরাজী, কালিহাতী প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহ আলম, সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ ও রাসেল সিকদার প্রমূখ।
