রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজীবপুরে অগ্নিকান্ডে ৪ পরিবারের বাড়িঘর ভস্মীভূত হয়েছে। ১১ নভেম্বর সোমবার সকাল ১০টার দিকে রাজীবপুর উপজলার চরনেওয়াজী চরে ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে ৪ জন কাশিয়া ব্যবসায়ির প্রায় ৫ লাখ টাকার কাশিয়াসহ ঘরবাড়ি হারিয়ে নি:স্ব হয়ে গেছে।

জানা যায়, ওই চরের মজিবুর রহমান, নুরু ফকির, হোসেন আলী ও জিয়াউর রহমান ব্রহ্মপুত্রের বিভিন্ন চর থেকে কাশিয়া কিনে নিজেদের বাড়ির কাছে জড়ো করে রাখে। উদ্দেশ্য ছিল ওই সব কাশিয়া নৌকা যোগে বরিশাল নিয়ে বিক্রি করবে। কারন বরিশালে পানের বরজে ওই কাশিয়া ব্যবহার করা হয়ে থাকে। বরিশালের বিভিন্ন স্থানে কাশিয়ার ব্যাপক চাহিদা রয়েছে। রাজীবপর উপজলার ব্রহ্মপুত্র নদ বিচ্ছিন্ন বিভিন্ন চরে এ বছর ব্যাপক কাশিয়ার আবাদ হয়েছে। চরের মানুষ বাণিজ্যিক ভাবে কাশিয়া আবাদ করে থাকে।
আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি নুরু ফকির বলেন, আমরা ৪ জনে প্রায় ৫ লাখ টাকার কাশিয়া কিনেছি। নৌকা যোগে বরিশাল নেওয়ার কথা ছিল। কিন্তু আগুনে সব শেষ করে দিল।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চরের মধ্যে হওয়ায় খোলা বাতাসে মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। কোনো ভাবেই আগুন নিয়ন্ত্রণ করা যায় নি।
