ইসলামপুর প্রতিনিধি\ ইসলামপুরে স্থানীয় পাবলিক হলে উদ্যোগে সাবেক ভূমি প্রতিমন্ত্রী মরহুম আলহাজ রাশেদ মোশারফের ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ সভাপতি জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি আলহাজ ফরিদুল হক খান দুলাল, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ আঃ বারী মন্ডল, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য জাভেদ মোশারফ রুপক। বক্তারা মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেনÑউপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুন নাসের চৌধূরী চার্লেস, সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক লাল মিয়া, সহ সভাপতি হাবিবুর রহমান চৌধূরী, পৌর মেয়র আঃ কাদের সেক, ভাইস চেয়ারম্যান শফিকুল আলম দুলাল, কৃষকলীগ নেতা তাছির উদ্দিন। জাহানারা পারভীন পুথি, সাবেক ছাত্রনেতা নুর ইসলাম নুর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা জালাল উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক মীর জাহাঙ্গীর আলম দুলাল, মরহুম রাশেদ মোশারফের ছোট বোন রীনা মোশারফ, উলামালীগ সভাপতি সামছূল ইসলাম, ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরিফুল প্রমুখ। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও মরহুদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
