মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল ইউনিয়নের নন্দনগর (খদিমপাড়া) গ্রামের হাজী সঞ্জর মিয়া ছেলে সৌদী প্রবাসী লুৎফুর রহমান অরুন এর বাড়িতে রবিবার ভোরে এক দূধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। ওই ঘটনায় ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন, প্রবাসী লুৎফুর রহমান অরুন, কাজের মেয়ে নিপা বেগম ও পলি বেগম। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেছেন।
আহত প্রবাসী লুৎফুর রহমান অরুন জানান, রবিবার ভোর রাতে ১৫/২০ জনের একদল মুখোশধারী ডাকাত ঘরের কলাপসিবল গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। তাকে ও তার পিতা হাজী সঞ্জর মিয়া (৭০),কাজের মেয়ে নিপা বেগম (২০) ও পলি বেগম (২৩) কে ডাকাতরা ধারালো দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে হাত-মুখ বেধেঁ মার-ধর করে ও পরিবারের অন্যান্য্য সদস্যদের জিম্মি করে ৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৬২ হাজার টাকা, ৪ টি দামি মোবাইল ফোন, ১ টি ল্যাপটপসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসানুজ্জামান জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুুতি চলছে।
