পোরশা (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর পোরশায় দূর্ঘটনায় এক বয়লার শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম সাদেকুল ইসলাম বাহার (৪৫)। সে সোমনগর গ্রামের রহিম বক্সের ছেলে। ৯ নভেম্বর শনিবার ভোরে ওই দূর্ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার সকাল ৬টায় একই গ্রামের দদুলের মোড়ে অবস্থিত রশিদ শাহর চাউল কলে ধান সিদ্ধ করার গ্যাস চেম্বারে ধান উঠানোর সময় ১০-১৫ফুট উপর থেকে পা ফসকে পড়ে গেলে সে গুরুতর আহত হয়। আহতবস্থায় তাৎক্ষনিক তাকে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারগণ তাকে রাজশাহী মেডিকেলে নেওয়ার পরামর্শ দেয়। তাকে রাজশাহী নিয়ে যাওয়ার পথে রাজাবাড়ি হাট নামক স্থানে সে মারা যায়। এব্যাপারে পোরশা থানায় ইউডি মামলা হয়েছে।