ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাটে ইমন ইলেক্ট্রোনিক্সের দোকান বৃহস্পতিবার দিবাগত রাতে সবার অজান্তে বৈদ্যুতিক সর্টসার্কিটের আগুনে সম্পূর্ণ দোকানের মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে, ক্ষতির পরিমাণ প্রায় ৪লাখ টাকা বলে জানা গেছে।
সরজমিনে জানা গেছে, উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলা হাসপাতালের পশ্চিমে অবস্থিত ইলেক্ট্রোনিক্স সামগ্রীর মেরামতকারী দোকান মালিক উপজেলার পিরানচক গ্রামের বীরমুক্তিযোদ্ধা তৈমুর হোসেন মেকারের বড় ছেলে আনোয়ার হোসেনের ইমন ইলেক্ট্রোনিক্স দোকান প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাত প্রায় ১২টার দিকে বন্ধ করে বাড়ীতে যায়। পরের দিন সকালে জানতে পারে বৃহস্পতিবার দিবাগত রাতে বিদ্যুতের সর্টসার্কিটের আগুনের মাধ্যমে তার দোকানে রাখা ফ্রিজ-টিভি, গ্যাসসিলিন্ডার, এ্যামপ্লিফায়ার, ভোল্টেজ ষ্টাফলাইজার যন্ত্রপাতি সহ অন্যান্য মালামাল যার আনুমানিক মূল্য ৪লাখ টাকা সম্পূণ পুড়ে ভস্মিভূত হয়েছে।
এ ব্যাপারে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান ঘটনাটির স্থানটি পরিদর্শন করেন ও দোকান মালিক আনোয়ারের কান্নাজড়িত কথা শুনে মর্মাহত হোন এবং দোকান মালিকের আর্থিক সহায়তার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন বলে জানা গেছে।