এম. এ করিম মিষ্টার, নীলফামারী : আসন্ন দশম সংসদ নির্বাচনে নীলফামারীর ৪টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু)। ৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের পৌর বাজারস্থ দলের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ওই প্রার্থীদের নাম ঘোষনা করেন জেলা জাসদের সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম। এসময় সাধারণ সম্পাদক অধ্যাপক মোকছেদুল কাদের কুসুম, সহ-সভাপতি রফি উদ দৌলা চাঁন, আনারুল ইসলাম রব্বু ও বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন বুলবুল উপস্থিত ছিলেন।
মনোনয়নপ্রাপ্তরা হচ্ছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে খায়রুল আলম আনাম, নীলফামারী-২ (সদর) আসনে আনারুল ইসলাম রাব্বু, নীলফামারী-৩ (জলঢাকা-কিশোরীগঞ্জ) অধ্যাপক আজিজুল ইসলাম ও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে অধ্যাপক মোকছেদুল কাদের কুসুম।
জেলা জাসদ সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম জানান, দশম সংসদ নির্বাচনে জাসদ এককভাবে অংশ গ্রহণের জন্য প্রস্ততি গ্রহণ করছে। নির্বাচনে অংশগ্রহণের জন্য সারাদেশে প্রার্থী নির্বাচন প্রক্রিয়া চুড়ান্ত করে রাখা হচ্ছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশে যার ধারাবাহিকতায় নীলফামারীতেও প্রার্থী তালিকা চুড়ান্ত করা হলো।